মালদা

বেআইনি ভাবে জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায়, মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত একই পরিবারের তিন সদস্য

রাতের অন্ধকারে চাষ যোগ্য জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে অন্যের জমির উপর দিয়ে পাচার করছিল স্থানীয় কিছু মাটি মাফিয়া। প্রতিবাদ করায় মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত একই পরিবারের তিন সদস্য। আহত দুইজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।  ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার ঝাড়খাটোলা গ্রামে ৷তদন্ত শুরু করেছে পুলিশ।

আক্রান্ত তিনজনের মধ্যে আকবর হাজি রতুয়া হাসপাতালে ভর্তি৷ আরজাল (৪৫) ও নজরুল (৪০) মালদা মেডিকেলে চিকিৎসাধীন৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় বেআইনিভাবে চাষ যোগ্য জমির মাটি কাটছে কিছু মাটি মাফিয়া৷ জমি থেকে মাটি কেটে তারা ইঁট ভাটায় চালান দেয়৷ ইঁটভাটার মালিক বাদিরুদ্দিন তাঁদের এলাকারই বাসিন্দা৷ তারা তৃণমূলের সক্রিয় কর্মী৷ তাদের এই কাজকর্মে তাদের জমির ফসল নষ্ট হচ্ছিল৷ সোমবার রাতে মাটি মাফিয়ারা যখন তাঁদের জমির উপর দিয়ে মাটি ভর্তি ট্র্যাক্টর নিয়ে যাচ্ছিল, তখন তাঁর দুই ভাই আরজাল ও নজরুল তাদের বাধা দেয়৷ বাধা দেন গ্রামের আকবর হাজিও৷ বাধা পেয়ে বাদিরুদ্দিন, তার ভাই নাইমুল ও তাদের দলবল তিনজনের উপর লাঠি, লোহার রড, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে চরাও হয়৷ তিনজনকেই তারা বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ ঘটনার গোলমালে গ্রামবাসীরা এসে তাদের উদ্ধার করে স্থানীয় রতুয়া হাসপাতালে ভর্তি করে৷ সেখান থেকে তাঁর দুই ভাইকে রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়৷ আহতদের পক্ষ থেকে পুখুরিয়া থানায় বাদিরুদ্দিন শেখ সহ আট জনের নামে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় আহতের পরিবারের এক সদস্য আব্দুল মালেক জানান, আমাদের ফসলি জমির উপর দিয়ে বেআইনি ভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। তার বিরোধ করতেই ভাইদের মারধর করে। ওরা জমি মাফিয়া, সেই সঙ্গে স্থানীয় দুষ্কৃতি বলে তিনি দাবী করেন।